• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মহেশপুরে ৮০ ভরি সোনার  বারসহ পাচারকারী আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৪ এএম;
মহেশপুরে ৮০ ভরি সোনার  বারসহ পাচারকারী আটক
মহেশপুরে ৮০ ভরি সোনার  বারসহ পাচারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে আবারো ৮টি স্বর্ণের বারসহ (৮০ ভরি) হবিবুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকালে মহেশপুর সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে। .

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে স্বর্ণ পাচারের জন্য ওই চোরাকারবারি সীমান্ত এলাকায় প্রবেশ করছিল। সংবাদ পেয়ে বিজিবি বিশেষ অভিযান চালায়। তিনি বলেন, স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। .

এসময় তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮০ ভরি ওজনের ৭২ লাখ চল্লিশ হাজার টাকা মুল্যের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে এ সব সোনা ভারতে পাচার করার জন্য সীমান্তে আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ